আগরতলা, ১ ফেব্রুয়ারি : শুক্রবার মধ্যরাতে আগরতলা সরকারি রেল পুলিশের তৎপরতায় ২ জন টাউটকে বামুটিয়া এবং সিধাই থানা এলাকা থেকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা নাগরিকদের সীমান্ত পারাপারে সাহায্য করার অভিযোগ রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।
তিনি আরো বলেন, এ বছরের জানুয়ারি মাসে আগরতলা রেলস্টেশন থেকে অবৈধভাবে ভারতে আসা ৯ জন বাংলাদেশী নাগরিক এবং সীমান্ত পারাপারে সাহায্যকারী ১৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে রেল পুলিশ। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।