বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে : সাংসদ বিপ্লব 

আগরতলা, ১ ফেব্রুয়ারী : বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে। এই ভারত বিশ্ব অর্থনীতিতে তাঁর ভূমিকা আরও শক্তিশালী করে তুলবে। আজ ২০২৫ সালের বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। 

এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেট, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উন্নত জীবন যাত্রার পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের আকাঙ্খার প্রতিফলন l যা তাঁদের সর্বাঙ্গীন উন্নয়নের পাশাপাশি বিকশিত ভারতের সংকল্পে আরও গতি আনবে l গরিব, যুবক, কৃষক ও মহিলা ক্ষমতায়নের এক বাস্তবিক রূপরেখা l 

তাঁর কথায়, বিগত দশ বছরে সমগ্র বিশ্ব একটি নতুন এবং শক্তিশালী ভারত দেখেছে। এই বাজেট থেকে স্পষ্ট যে ভারত বিশ্ব অর্থনীতিতে তাঁর ভূমিকা আরও শক্তিশালী করে তুলবে। বার্ষিক ১২ লাখ টাকা রোজগারের ট্যাক্সে ছাড়, কর কাঠামোর সরলিকরণে আগামী সপ্তাহে সংসদে সংশোধনী বিল, টিডিএসে প্রবীনদের স্বস্তি। এতে স্বস্তি পাবে মধ্যবিত্ত সহ নিম্নমধ্যবিত্তরাও l বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে সরলিকরণ l মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ, তাঁদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিত করবে l 

তাছাড়া, কৃষি, উৎপাদন, কর্মসংস্থান, MSME, গ্রামীণ অঞ্চলের উন্নতি এবং উদ্ভাবনের ফলে বহু নয়া দ্বার উন্মোচিত হবে l পর্যটনে উৎসাহ দিতে নতুন প্যাকেজ, ৫০টি পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজানোর ফলে পর্যটকদের পাশাপাশি বাড়বে অর্থনীতি l রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ, ৩৬টি ক্যান্সারের ওষুধে পুরো শুল্ক প্রত্যাহার ৷ এর ফলে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা ব্যয় আরও কমবে l তৎসঙ্গে পরমাণু শক্তি উৎপাদনে বিশেষ উদ্যোগ ও বাড়ি বাড়ি পরমাণু শক্তি পৌঁছনো লক্ষ্যমাত্র এক সময়োপযোগী প্রয়াস l মাখনা চাষে গতি আনতে বিশেষ বোর্ড গঠন হলে এর সাথে যুক্ত বড় মাত্রায় পরিবার গুলি আর্থিক ভাবে লাভবান হবে l 

এদিন তিনি আরও বলেন, ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশে মাইক্রো ক্রেডিট কার্ডে ঋণের সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্মলস্কেলে রফতানি বাড়ানোর টার্গেট, অসমে নতুন সার কারখানার সহ পূর্বাঞ্চলে আরও ৩ কেন্দ্রের ঘোষণা এই শিল্প পরিধির বিকাশে উল্লেখযোগ্য পদক্ষেপ l স্টার্টআপ তহবিলে আরও অতিরিক্ত অর্থনৈতিক সুযোগের ফলে যুব উদ্যোগীদের সুযোগ বাড়বে l পাশাপাশি বড় মাত্রায় চর্ম শিল্পীদের আর্থিক উপার্জনের লক্ষ্যে এবং চর্মজাত সামগ্রির উৎপাদন বাড়ানোর দ্বারা এই শিল্পের বিকাশে চর্মশিল্পে ২২ লক্ষ নতুন কর্মসংস্থানের টার্গেট এই দারুন পদক্ষেপ l

কিষান ক্রেডিট কার্ডে ঋণের সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ, ১০০ টি জেলায় ধনধান্য যোজনার আওতায় ১ কোটি ৭০ লক্ষ কৃষকদের সহায়তার উদ্যোগ, ৬ বছরে ডাল চাষে আত্মনির্ভরতার টার্গেট, ভোজ্য তেলেও স্বাবলম্বনের লক্ষ্যমাত্রা, তুলো উৎপাদনেও জোর সহ নানান পদক্ষেপের ফলে অন্নদাতাদের মুখে হাসি ফোটবে l 

দারিদ্র শূন্য বিকশিত ভারত সংকল্পে আর্থিক বৃদ্ধিতে বিশ্বে অন্যতম স্থানে ভারত l এক বছরে মেডিক্যাল কলেজে ১০ হাজার আসন বৃদ্ধি এবং আগামী ৫ বছরে মেডিক্যালে ৭৫ হাজার আসন বৃদ্ধি সহ অধিকাংশ সরকারি হাসপাতালে ক্যানসার রিসার্চ সেন্টার চালুর লক্ষ্যমাত্র চিকিৎসা পরিষেবার উন্নয়নের পাশাপাশি পরিষেবার বিকেন্দ্রীকরনে সহায়তা করবে l বাজেটে IIT-র পরিকাঠামোয় বাড়তি বিনিয়োগ, IIT-র সম্প্রসারণে জোর দেওয়ার ফলে ছাত্র ছাত্রীরা এর সুফল পাবে ৷ মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন, তুলো উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য, ক্ষুদ্র শিল্পে রপ্তানি বাড়ানোই লক্ষ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজ ও অধিক ঋনের সুবিধার ফলে এসব ক্ষেত্রে যুক্ত দেশের বড় মাত্রায় মানুষ অপকৃত হবে l 

‘বিশ্বের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি। গত ১০ বছরে আমাদের উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার প্রতি আস্থা এই সময়ের মধ্যে অনেকটা বেড়েছে l দেশের সমস্ত অঞ্চলের বৃদ্ধির প্রকৃত রূপরেখা এই বাজেট। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরি হলে যোগাযোগ ব্যবস্থায় আরও স্বাছন্দ আসবে,  ৩৫ টি লিথিয়াম-আয়ন ব্যাটারি উপাদানের উপর শুল্ক অপসারণ, ঘরে ব্যবহারের পাশাপাশি ব্যাটারি চালিত যানের খরচ কমবে l বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী এই বাজেটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারম সহ  টিমকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *