বাংলাদেশের নাগরিকদের দ্বারা ভারতীয় নাগরিকদের রক্তাক্ত করার ঘটনায় কৈলাসহরে আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা

কৈলাসহর, ২৬ জানুয়ারি : ফের কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর করার পাশাপাশি ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে। জখম দুই ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত হীরাছড়া এলাকায় সীমান্তের 44নম্বর গেইটের ওপারের জিরো পয়েন্টে ভারতীয় নাগরিকদের জায়গা রয়েছে। সেইসব জায়গাতে ভারতীয় নাগরিকরা ধান চাষ এবং পান চাষ করে। এলাকায় ১৯৯নং ব্যাটেলিয়ন বি.এস.এফের বি.ও.পি রয়েছে। হীরাছড়া এডিসি ভিলেজের এক নং ওয়ার্ডের বাসিন্দা ৩৪বছরের জমির আলী এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা করিম আলীর নামে জিরো পয়েন্টে জায়গা রয়েছে।

প্রসঙ্গত, করিম আলী এবং জমির আলী, দুই ভাই পেশায় কৃষক। তারা প্রতিদিন সকালে 44নম্বর গেইটে বি.এস.এফের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে ঢুকে জিরো পয়েন্টে গিয়ে নিজেদের জায়গায় চাষবাস করেন। প্রতিদিনের মতো ২৬ জানুয়ারি সকাল আটটায় বি.এস.এফের খাতায় স্বাক্ষর করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের 44নম্বর গেইট দিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ভিতরে জিরো পয়েন্টে নিজেদের জায়গায় গিয়ে দেখেন ক্ষেতের পণ গাছ থেকে প্রচুর পান ছিড়ে নেওয়া হয়েছে, পাশাপাশি ধান ক্ষেতের প্রচুর বরুয়া ধান নষ্ট করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে তারা চিৎকার চেচামেচি শুরু করে।

করিম আলী জানিয়েছেন, ২৬ জানুয়ারি সারাদিন চাষবাস করে বিকেলে বাড়ি ফেরার পথে দশ বারো জন বাংলাদেশের নাগরিক এসে ধারালো দা লাঠি এবং লোহার রড নিয়ে করিম আলী এবং জমির আলীর উপর আক্রমণ করে। ধারালো দা দিয়ে করিমের বাঁহাতে এবং পীঠে ছেদ দেয় এবং জমির আলীর মাথায় লোহার রড ও লাঠি দিয়ে মাথায় আক্রমণ করে এবং পীঠেও ছেদ দিয়ে। তারপর দুই ভাইকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে বাংলাদেশের নাগরিকরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, রক্তাক্ত দুই ভাই কোনো রকমে গেইটের ভিতরে ঢুকে চিৎকার চেচামেচি করলে আত্মীয় স্বজনরা এসে তাদের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, করিম আলীর বাঁ হাতের একটি আঙুল আগামীকাল কেটে ফেলে দেওয়া হবে। দুই ভাই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জখম করিম আলী জানিয়েছেন, আক্রমণকারীরা সবাই বাংলাদেশের নাগরিক। ঘটনাটি ঘটার সময় বি.এস.এফ জওয়ানরা 44ননম্বর গেইটে পাহাড়ারত ছিলো। তবে, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গা থেকে 44নম্বর গেইট অনেকটাই দূরে এবং গেইট থেকে ঘটনাস্থল দেখা যায় না। হাসপাতালে আসার পর ইরানি থানার পুলিশ এসে দুই ভাইয়ের খোঁজ খবর নিয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি মাসের সাত জানুয়ারি কৈলাসহরের মাগুরুলী গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে এবং সম্পুর্ন অন্যায় ভাবে বি.এস.এফ জওয়ানদের মারধর করে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলো। পরবর্তী সময়ে কৈলাসহরের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকার অবৈধভাবে বাঁধ নির্মাণ করে ফেলে। এই অবৈধ বাঁধ নির্মানকে কেন্দ্র করে গতকাল ২৫ জানুয়ারি কংগ্রেস দলের পক্ষ থেকে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে লং মার্চ করে বিক্ষোভ দেখানো হয়েছিলো। আন্দোলনের চব্বিশ ঘণ্টা সময় পার হওয়ার পূর্বেই ফের বাংলাদেশের নাগরিকদের দ্বারা ভারতের দুই কৃষককে রক্তাক্ত করার এই ঘটনায় ফের কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *