ঢাকায় ভারতের ৭৬-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ভারতীয় হাই কমিশনের

ঢাকা, ২৬ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের ৭৬-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন ভারতীয় হাই কমিশন কর্তৃপক্ষ। ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় হোটেল রেডিসনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানেরও আয়োজন করেছিল।

অভ্যর্থনা অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী গণতন্ত্রের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর। অন্তবর্তী সরকার এ লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এবং ভারত, দুই দেশের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের। ভারত একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং বাংলাদেশের জনগণকে তাঁদের ভবিষ্যত যাত্রায় মঙ্গল কামনা করি।’ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনী, রাজনীতি, সুশীল সমাজ, ব্যবসা, মিডিয়া, অ্যাকাডেমিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রের সর্বস্তরের মানুষ এবং কূটনৈতিক ব্যক্তিবৰ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *