কুয়ালালামপুর, ২৬ জানুয়ারি (হি.স.): অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে রবিবার সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে ভারত বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের জন্য নিশ্চিত করেছে তার স্থান।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৬৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে, ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারে জয় লাভ করে।
ভারতের গঙ্গাদি তৃশা ৩১ বলে ৮ চারের সাহায্যে ৪০ রান করেন। এই জয়ে ভারত, অস্ট্রেলিয়ার পর, সুপার সিক্সের গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে জায়গা করে নিল।বাংলাদেশের পরবর্তী ম্যাচে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে।