গুয়াহাটিতে কথিত আইইইডি বিস্ফোরণ, দায় স্বীকার আলফা (স্বা)-এর হতাহত নেই

পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে হুড়োহুড়ি

গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.) : ৭৬-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ রবিবার গুয়াহাটি সহ গোটা রাজ্য যখন উদ্বেল, তখন মহানগরীর বেহারবাড়িতে কথিত একটি আইইডি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বিস্ফোরণ সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে। এদিকে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (স্বাধীন), (আলফা-স্বাধীন) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

আজ সকালের দিকে লালমাটিতে অ্যাডিডাস কোম্পানির শোরুমের পাশে একটি ঝোপে স্তূপীকৃত আবর্জনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে বশিষ্ঠ থানার পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের একটি সূত্র বলেছে, তদন্ত-রিপোর্ট আসার পর বোঝা যাবে বিস্ফোরণটি বোমা নাকি অন্য কিছুর ছিল। তবে পুলিশের সূত্রটি বলছে, ফেলে রাখা বিভিন্ন ধরনের স্তূপীকৃত বর্জ্যে রাসায়নিক বিক্রিয়ার দরুন বিস্ফোরণ ঘটতে পারে।

এদিকে, নিষিদ্ধ উগ্ৰপন্থী সংগঠন আলফা-স্বাধীন গুয়াহাটির লালমাটিতে সংঘটিত বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সংবাদ মাধ্যমে একটি ই-মেইল পাঠিয়ে আলফা (স্বা) বলেছে, ‘বিস্ফোরণের মাধ্যমে সংগঠন সশস্ত্র প্রতিবাদ জানিয়েছে। আমরা অসমের আদি বাসিন্দাদের বিরুদ্ধে নয় বা মানুষের জীবনকে ব্যাহত করার জন্য নয়, এটা সরকার ও শাসকদের কাছে একটা বার্তা মাত্র।’

এদিকে মহনগরীর আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। পুলিশ ব্যস্ত জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে তদন্ত শুরু করে। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে তার ভেতরে সন্দেহজনক কোনও সামগ্রী বা কোনও বিস্ফোরক পায়নি। ঘণ্টা-খানেক পর জাতীয় সড়কের দু-দিক খুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *