আগরতলা, ২৬ জানুয়ারি : রাজ্যের কিছু অংশে প্রজাতন্ত্র দিবসে উড়ল না জাতীয় পতাকা। সরকারী পরোয়ানার অমান্য করলো রাজ্যের স্কুল ও সরকারি দপ্তর।
জানা গেছে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করার সরকারি পরোয়ানা জারি করা হলেও বিশালগড় শ্রম পরিদর্শকের কার্যালয়ে সকাল থেকে প্রজাতন্ত্র দিবস পালনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দপ্তর ছিল তালাবন্দি।
অন্যদিকে, গণ্ডাছড়ার ধলাঝাড়ি এসবি স্কুলে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয় নি। এমনকি স্কুল কর্তৃপক্ষ অনুপস্থিত ছিলেন। তারা স্কুলের তালা খোলার প্রয়োজনও বোধ করে নি। এদিন সকাল থেকে খুদে পড়ুয়ারা বিদ্যালয়ে এসে অনেকক্ষণ অপেক্ষা করে বাড়ী ফিরে যায়।