আগরতলা, ২২ জানুয়ারি: ২০১৮ সালের ২১ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন বাম নেতা খগেন দাস। সেই একইদিনে তার স্ত্রী তথা প্রাক্তন শিক্ষিকা অনুপমা দা প্রয়াত হয়েছেন। আজ সিপিআইএম কার্যালয়ে এবং জেলা কার্যালয়ে প্রয়াতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সিপিএমের শুরুর দিন থেকে খগেন দাস এবং তাঁর স্ত্রী প্রাক্তন শিক্ষিকা অনুপমা দা ছিলেন। তিনি পার্টির বিভিন্ন কর্মসূচিতে কর্মীদের খাওয়া দাওয়া সহ কাজকর্মের দায়িত্ব পালনে অন্যতম ভূমিকা নিতেন। গত ২০১৮ সালের ২১ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন বাম নেতা খগেন দাস। সেই একইদিনে তার স্ত্রী তথা প্রাক্তন শিক্ষিকা অনুপমা দা প্রয়াত হয়েছেন। এদিন সিপিআইএম কার্যালয়ে প্রয়াতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।