নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): আগামী ২৪ ঘণ্টাও শীত বজায় থাকবে দিল্লিতে, এই সময়ে ওঠানামা করবে তাপমাত্রার পারদ। থাকতে পারে হালকা কুয়াশাও। বুধবার ভারতীয় আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী ডঃ সোমা সেন রায় বলেছেন, বুধবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস, কারণ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং দক্ষিণী বাতাস দিল্লিতে পৌঁছেছে।
সোমা সেন রায় আরও বলেছেন, “আজকের প্রত্যাশা হল সমগ্র উত্তর ভারতে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে, যদিও দিল্লিতে আর তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা থাকছে না। দুই দিন পর, ২৪ জানুয়ারি সকাল থেকে, তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে।