প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক, একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী যোগীর

প্রয়াগরাজ, ২২ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে বুধবার মন্ত্রিসভার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্ত্রিসভার বৈঠকের পর একগুচ্ছ বড়বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন, “প্রথমবারের মতো মহাকুম্ভে সমগ্র মন্ত্রিসভা উপস্থিত। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত নীতি নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াগরাজ সম্পর্কিত বিষয়গুলিও আলোচনা করা হয়েছে। উত্তর প্রদেশের মহাকাশ ও প্রতিরক্ষা এবং কর্মসংস্থান নীতি ৫ বছর পূর্ণ করেছে। এটি পুনর্নবীকরণ করা হবে। আরও বিনিয়োগ আকর্ষণের জন্য নতুন ঘোষণা করা হয়েছে।”

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “কেজিএমইউ কেন্দ্রকে মেডিক্যাল কলেজ হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি জেলা হাথরাস, কাসগঞ্জ এবং বাঘপতে তিনটি নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। ৬২টি আইটিআই, ৫টি উদ্ভাবন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।” যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “প্রয়াগরাজ, বারাণসী এবং আগ্রা হল পৌর কর্পোরেশন। এই তিনটির জন্য বন্ড জারি করা হবে। গত এক সপ্তাহে, ৯.২৫ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। প্রয়াগরাজ পৌর কর্পোরেশন প্রয়াগরাজ সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য বন্ড ইস্যু করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *