পুলিশ সপ্তাহ উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস কর্মসূচি

আগরতলা, ২২ জানুয়ারি : পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক আইনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার থানাগুলোতে পুলিশ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। 

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্যের বিভিন্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন করেছে ত্রিপুরার ট্রাফিক পুলিশ। এই বিষয়ে ট্রাফিক এসপি মানিক দাস বলেন, ছাত্রদের মাধ্যমে ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের এই কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে। ছাত্রদের মাধ্যমে সকলকে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই সচেতনতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে, পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ সাব্রুম থানার উদ্যোগে শহরের ট্রাফিক ব্যবস্থা দেখভাল করার বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদের মহড়া দেওয়া হয়েছে। সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোট ৫০ জন ছাত্র ছাত্রী দের নিয়ে সাব্রুম- আগরতলা জাতীয় সড়কে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এই বিষয়ে সাব্রুম থানার এসডিপিও নিত্যকার সরকার জানিয়েছেন, সাব্রুমের সব থানাতেই ট্রাফিক ব্যবস্থা হাতে কলমে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় ত্রিপুরা পুলিশ সপ্তাহ কর্মসূচি অঙ্গ হিসেবে বুধবার সকালে এলাকার বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক অ্যাওয়ারনেস অনুষ্ঠিত হয়। বিশালগড় থানার উদ্যোগে দুর্ঘটনা নিয়ন্ত্রণ রোধ করা, সড়কে চলাচলে সচেতন করা, ট্রাফিক পুলিশের কর্তব্য পালন, প্রতিনিয়ত হেলমেট পরিধান করে বাইক চলাচল করা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর সচেতন করার লক্ষ্যে বিশালগড়ের এক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়‌। প্রথমে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন আগরতলা-উদয়পুর সড়কে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং পরে বিশালগড় বাইপাসে একই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। পুলিশের এই উদ্যোগে বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, অন্যদিকে বাইপাসে ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *