আগরতলা, ২২ জানুয়ারি : নাশকতার আগুনে পুড়লো তিনকানি ক্ষেতের খড়। অল্পেতে রক্ষা পেলো প্রচুর বসত বাড়ি। ঘটনা নোয়াগাও এলাকায়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নোয়াগাও এলাকায় মঙ্গলবার গভীর রাতে হরিবিন্দু রায় নামে এক কৃষকের ৩ কানি ক্ষেতের ধানের খড় পুড়লো নাশকতামূলক অগ্নিকাণ্ডে। আগুন নিয়ন্ত্রণে আনে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা। অল্পেতে রক্ষা পেলো প্রচুর বসত বাড়ি। ঘটনাস্থলে আসে বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া, লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার রণব্রত ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী।
উপস্থিত ছিলেন বিজেপি বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নোয়াগাও এলাকার কৃষক হরিবিন্দু রায়ের ৩ কানি ক্ষেতের ধানের খড়ে কে বা কারা আগুন লাগিয়ে দেন। বিষয়টি বাড়ির মানুষ লক্ষ্য করতেই স্থানীয়রা এবং বাড়ির মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ঠিক সেই সময় ঘটনাস্থলে আসেন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। তিনি খবর দেন দমকল বাহিনীকে। মোহনপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিজেপি বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন ঘটনার তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার আশ্বাস দেন।