নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): মধ্যবিত্তকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড মনে করে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী বুধবার দিল্লির বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁদের বলেছেন, “বিজেপি মধ্যবিত্তকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলে মনে করে। মধ্যবিত্তের আশা-আকাঙ্খা বুঝে আমরা দেশে সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা তৈরি করছি। কিন্তু দিল্লিতে ‘আপদা’ শুধুমাত্র দিল্লির মানুষকে কষ্ট দিয়েছে।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা দিল্লিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের জন্য ‘আপদা’-র লোকজনকে অনুরোধ করেছি। কিন্তু তাঁরা তা বাস্তবায়ন করতে চায় না। আমি দিল্লির মানুষকে বলতে চাই, এই স্কিমের অনেক সুবিধা রয়েছে। কিন্তু আপদা-র লোকজন এই প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।”