বেটি বাঁচাও বেটি পড়াও লিঙ্গ বৈষম্য কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): “বেটি বাঁচাও বেটি পড়াও” লিঙ্গ বৈষম্য কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “বেটি বাঁচাও বেটি পড়াও লিঙ্গ বৈষম্য কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। একইসঙ্গে এই পরিবেশও নিশ্চিত করেছে যে, মেয়ে শিশুর শিক্ষার সুযোগ রয়েছে ও তাঁর স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে।”

২০১৫ সালের ২২ জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই প্রকল্পের ১০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও জানিয়েছেন, “আজ আমরা বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের ১০ বছর পূর্তি উদযাপন করছি। গত এক দশকে, এটি একটি রূপান্তরকারী, জনগণের দ্বারা চালিত উদ্যোগে পরিণত হয়েছে এবং জীবনের সর্বস্তরের মানুষের অংশগ্রহণকে আকর্ষিত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *