আগরতলা, ২২ জানুয়ারি : লেফুঙ্গাস্থিত এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় বুধবার মন্ত্রী রতন লাল নাথ মৃতার বাড়িতে গিয়ে মৃতা ছাত্রীর পরিবারের সাথে দেখা করেন। তিনি জানিয়েছেন, মৃতা আলিশা দেববর্মা তাঁর মাতা-পিতার পালক সন্তান ছিল।
প্রসঙ্গত, গত সোমবার বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল হোস্টেলে আলিশা দেববর্মার মৃতদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল। এই ঘটনায় মঙ্গলবার স্পোর্টস স্কুল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
মন্ত্রী রতন নাথের লেফুঙ্গায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে মৃতার পরিবারের সাথে কথা বলেন। তারা মন্ত্রীর কাছে মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং তাঁরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
মন্ত্রী রতন নাথ জানিয়েছেন, এই ঘটনার মামলা পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে দায়ের করা হবে। তিনি মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ক্রীড়া মন্ত্রী সচেতনভাবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে আশা করছেন।