আগরতলা, ২২ জানুয়ারি: স্কুলে যাওয়ার সময় ট্রিপারের ধাক্কায় অটো উল্টে আহত হয়েছে দুই ছাত্র সহ ৪ জন। ওই ঘটনায় নলছড় ব্যাঙ্ক চৌমুহনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, বুধবার সকালে নলছড় এলাকায় অভিজিৎ মজুমদারের নার্সারিতে পড়ুয়া ছাত্রী আরোহী মজুমদার আবদার করেন পিসির সাথে আজ স্কুলে যাবে। পিসি নুপুর মজুমদার ছাত্রী আরোহী মজুমদার এবং পাশের বাড়ির সুপ্রতিম দাসের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্র দেবজিত দাস কে নিয়ে টিআর০৭৪০১৩ নাম্বারে অটো গাড়ি করে বিশ্রামগঞ্জ ডন বস্কো স্কুলে আসার পথে নলছড় ব্যাংক চৌমুহনি এলাকায় দ্রুতগতিতে পেছন দিক থেকে টিআর০১এওয়াই১৬০৬ নাম্বার একটি ট্রিপের নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারে। ট্রিপার গাড়ির ধাক্কায় অটো গাড়ি রাস্তায় উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। রক্তাক্ত অবস্থায় পিসি নুপুর মজুমদার,ছাত্রী আরোহী মজুমদার, ছাত্র দেবজিৎ দাস ও চালককে উদ্ধার করে। আহতদের স্থানীয় গাড়ি করে দ্রুত নিয়ে আসা হয় বৈরাগী বাজার সুকুমার বর্মন মেমোরিয়াল হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে চিকিৎসক তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে ব্যাপার করে। অন্যদিকে উত্তেজিত জনতা ট্রিপার গাড়িটি আটক করে কিন্তু চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মেলাঘর থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়ি রাস্তার পাশে নিয়ে যায় এবং ট্রিপার গাড়িটি আটক করে। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।