কল্যাণপুর ২২ জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই গাড়ি ছিটকে খাদে পড়ল। ওই ঘটনায় আহত হয়েছে চালক। ওই ঘটনায় কল্যাণপুর থানা এলাকার অমর কলোনিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ বাগান বাজারে সিমেন্ট খালি করে শিলং যাবার পথে কল্যাণপুর থানা এলাকার অমরকলোনিতে চালকের অসাবধানতায় কারণে মূল সড়ক থেকে কিছুটা দূরে পালটি খেয়ে খাদে পরে গিয়েছে। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। জনমনে বেশ আতঙ্ক তৈরি হয়। রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে কল্যানপুর থানার পুলিশ। সিমেন্ট বোঝাই গাড়ির সামনের অংশের বেশ ক্ষতি হয়।
আরও জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছে চালক আসাদুল হক (৩০)। চালকের বাড়ি আসাম বরপেটা । আজ বুধবার সকালে ঘটনা প্রত্যক্ষ করতে মানুষের ভিড় জমে যায় অমর কলোনি এলাকায় । অল্পতে প্রাণে রক্ষা পায় চালক। গাড়িটি শিলং থেকে সিমেন্ট বোঝাই করে কল্যাণপুরের বাগান বাজারে এসেছিল। ঘটনায় জনমনে রাতেই আতঙ্ক তৈরি হয়।