লখনউ, ২২ জানুয়ারি (হি.স.): কুম্ভ ও প্রয়াগরাজ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্থান নয়। কটাক্ষ করে বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার প্রয়াগরাজে শুরু হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠককে কটাক্ষ করে অখিলেশ যাদব বলেছেন, “কুম্ভ ও প্রয়াগরাজ রাজনৈতিক কর্মসূচি এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়। কুম্ভে মন্ত্রিসভার বৈঠক করে তাঁরা (বিজেপি) একটি রাজনৈতিক বার্তা পাঠাতে চায়।”
প্রাক্তন সপা নেতা জনেশ্বর মিশ্রের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন অখিলেশ যাদব বলেছেন, “আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে তাঁকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি সমাজবাদী পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। তিনি যদি এখন আমাদের মধ্যে থাকতেন, তাহলে তিনি সংগ্রামের অগ্রভাগে দাঁড়াতেন।”