বীরভূম, ২২ জানুয়ারি (হি.স.): ফের বোমা উদ্ধার হল বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত ঠিবা গ্রামে। গত সোমবারই সংশ্লিষ্ট পঞ্চায়েতের লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুরের পাশে চাষযোগ্য জমি থেকে তাজা বোমা উদ্ধার করে কীর্ণাহার থানার পুলিশ। বুধবার ফের উদ্ধার হয়েছে বোমা। এলাকায় ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে এই বোমাগুলি এখানে এল, তা এখনও স্পষ্ট নয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াডকে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
2025-01-22