নয়াদিল্লি, ২১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, এই রাজ্য জাতীয় প্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “ত্রিপুরার জনগণকে তাদের পূর্ণরাজ্য দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই রাজ্য জাতীয় প্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই রাজ্য তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যও পরিচিত। ত্রিপুরা উন্নয়নের নতুন উচ্চতায় আরোহণের ধারা অব্যাহত রাখুক।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মেঘালয়ের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “মেঘালয়ের পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রাজ্যটির জনগণকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। মেঘালয় তার প্রাকৃতিক সৌন্দর্য্য ও এর জনগণের কঠোর পরিশ্রমী স্বভাবের জন্য নন্দিত ও প্রশংসিত। আগত দিনগুলিতে এই রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মণিপুরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, মণিপুরের জনগণকে তাদের পূর্ণরাজ্য দিবসের শুভেচ্ছা। ভারতের উন্নয়নে মণিপুরের জনগণের ভূমিকার জন্য আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত। মণিপুরের অগ্রগতির জন্য আমার শুভেচ্ছা।