প্রয়াগরাজ, ২১ জানুয়ারি (হি.স.): এক দেশ, এক নির্বাচন গেম চেঞ্জার হিসেবে আবির্ভুত হবে। জোর দিয়ে বললেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। মঙ্গলবার প্রয়াগরাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনাথ কোবিন্দ বলেছেন, “এক দেশ, এক নির্বাচন নিয়ে কাজ চলছে, এটা সংসদের হাতে এবং তাঁদের সিদ্ধান্ত নিতে হবে…আমি মনে করি, এটা পাস হলে দেশের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, দেশ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে। ‘এক দেশ, এক নির্বাচন’ দেশের অর্থনৈতিক উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে।”
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার প্রয়াগরাজের মহাকুম্ভে আসেন, সামগ্রিক ব্যবস্থাপনা দেখে তিনি অভিভূত। রামনাথ কোবিন্দ বলেছেন, এখানে ব্যবস্থাপনা খুবই ভালো। আমি বিভিন্ন ক্যাম্পে গিয়েছি, খুবই ভালো লাগছে। যোগী আদিত্যনাথ সরকার খুবই ভালো ব্যবস্থা করেছে। প্রশাসনকে অনেক ধন্যবাদ।