রাজ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাইক র‌্যালির আয়োজন

আগরতলা, ২১ জানুয়ারি : আগরতলায় ৩ শতাধিক বাইক নিয়ে পুলিশের মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে আরো বেশ কিছু স্থানে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, আগরতলায় অনুষ্ঠিত বাইক মিছিলের সূচনা হয় এডি নগর পুলিশ মাঠ থেকে এবং সমাপ্তি হয় উমাকান্ত ময়দানে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাইক মিছিলের সূচনা করেন ডিজিপি অমিতাভ রঞ্জন। এছাড়াও পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলা অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক সহ কর্মীবৃন্দ।

এদিকে, পুলিশ সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার কমলপুর থানার উদ্যোগে এক বিশাল বাইক মিছিল করা হয়। মহকুমার এস ডি পি ও এবং থানার ওসি, বিভিন্ন পুলিশ অফিসার সহ পুলিশ ও টি এস আর জোয়ানদের বিশাল বাইক মিছিলটি কমলপুর থানা প্রাঙ্গন থেকে শহরের বিভিন্ন এলাকার পরিক্রমা করে মানিক ভান্ডার বাজার হয়ে এরার পাড় পর্যন্ত যায়। সেখান থেকে আবার থানায় ফিরে মিছিলটি সমাপ্ত হয়।

এদিকে, পুলিশ সপ্তাহের অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে গোকুলনগর রাস্তার মাথা থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত বাইক র‌্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা নিয়ে র‌্যালির সূচনা করেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। এদিনে উপস্থিত সিপাহীজলা জেলার এডিশনাল এসপি রাজিব সূত্রধর সহ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *