আগরতলা, ২১ জানুয়ারি: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল।গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছে কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র চুরি করে করে পালিয়েছে। চোরের ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তেলিয়ামুড়া থানা এলাকায় একের পর এক চুরির ঘটনায় রাত্রি কালীন প্রহরা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত ২-৩ দিন পূর্বে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত করইলং এলাকায় দুলাল সূত্রধরের বাড়ির চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দিয়েছে কালীটিলা স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, সোমবার যথারীতি বিদ্যালয় শেষে তালাবন্ধ করে বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকারা বাড়ি চলে গিয়েছিলেন। এবং মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রত্যক্ষ করতে পারেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙ্গা রয়েছে। এ বিষয় প্রত্যক্ষ করতে পেরে বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের শিক্ষকেরা ঘটনার খবর দিয়েছেন প্রধান শিক্ষক সহ তেলিয়ামুড়া থানায়।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের বেশ কিছু পরিমাণ অর্থরাশি সহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র বা নথি উধাও। ওই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে এখনো জানা যায় নি।