আগরতলা, ২১ জানুয়ারি: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০০০ ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে
সোনামুড়া থানায় খবর আসে বাইক নিয়ে এক যুবক নেশা সামগ্রী পাচার করতে আসবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে বাইক সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, ধৃত সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০০০ ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে।