নদিয়া, ২১ জানুয়ারি (হি.স.): নদিয়ার তাহেরপুরের সাড়ে তিন বছরের ঈশান বিশ্বাস তার অসাধারণ প্রতিভার জোরে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ৪ মিনিট ৫২ সেকেন্ডে ২১৫টি ফুল, ফল, পশু, পাখি, জীবজন্তু এবং দৈনন্দিন ব্যবহার্য বস্তুর ইংরেজি নাম বাংলায় বলে নজির গড়েছে ঈশান।
তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের একমাত্র ছেলে ঈশান মাত্র সাড়ে তিন বছর বয়সে অসাধারণ মেধার পরিচয় দিয়েছে। তার স্মৃতিশক্তি এতটাই তীক্ষ্ণ যে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে নির্ভুলভাবে সেই দেশের নাম বলে দিতে পারে।
ঈশানের বাবা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “ছেলের প্রতিভা দেখে আমরা অভিভূত। ওর এই সাফল্য আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে ওকে আরও ভাল জায়গায় পৌঁছানোর জন্য আমরা সব রকম চেষ্টা করব।”
ঈশানের এই কৃতিত্ব নদিয়ার গর্ব বাড়িয়েছে। তার অদম্য মেধা আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।