রবিদাস পাড়ার ২৭০ মিটার রাস্তা ৬ মাসে পাবে নতুন রূপ : সুশান্ত দেব

আগরতলা, ২১ জানুয়ারি: খবরের জেরে বিশালগড়ে রবিদাস পাড়া এলাকায় ২৭০ মিটার বেহাল রাস্তা পরিদর্শনে ছুটে গিয়েছেন বিশালগড়ে বিধায়ক সুশান্ত দেব সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। আগামী ছয় মাসে ২৭০ মিটার রাস্তা পাবে নতুন রূপ বলে আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সোমবার রবিদাস পাড়া এলাকাবাসী তাদের দীর্ঘদিনের বেহাল রাস্তার নিয়ে লাঞ্ছনা এবং বঞ্চনার, দুর্দশার কথা সংবাদ তুলে ধরেন। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন পূর্বে বিধায়ক সুশান্ত দেব এ রাস্তাটি পরিদর্শন করে গিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন কয়েক দিনের মধ্যে এ রাস্তাটি সংস্কার করে দেবেন। বিধায়ক যখন কথা রাখেননি এলাকাবাসী তখন তাদের লাঞ্ছনা ও বঞ্চনা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রবিদাস পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে পূর্ত দপ্তরে আধিকারিকদের নিয়ে ছুটে যান। রাস্তাটি পরিদর্শন করার পর এলাকাবাসীদের কাছে তিনি কথা দেন আগামী ৬ মাসের মধ্যেই রবিদাস পাড়া এলাকায় ২৭০মিটার রাস্তাটি পাবে নতুন রূপ।

তাছাড়া এদিনে বিধায়ক অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ রাজ্যে বাম শাসন থাকাকালীন বিশালগড় বিধানসভা কেন্দ্রে কোন রকম উন্নয়ন করেননি।রাজ্যে ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যে উন্নয়নের জোয়ার বয়ে চলছে।আর সেই উন্নয়নের জোয়ারকে স্তব্ধ করার লক্ষ্যে বাম ও কংগ্রেস মিলিত ভাবে প্রয়াস চালিয়েছেন। তবে মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং আগামীতে তৈরি রয়েছে। সর্বশেষ বিশালগড়ের উন্নয়নের জোয়ার কোন ভাবে স্তব্ধ করা সম্ভব হবে না। বাম ও কংগ্রেসকে যোগ্য জবাব দিতে প্রতিনিয়ত প্রস্তুত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সহ শুভ বুদ্ধি সম্পন্ন সম্পন্ন জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *