আগরতলা, ২১ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। গতকাল শালবাগান এলাকায় অভিযান চালিয়ে মোট ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা হবে। আজ আসাম রাইফেলসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
আরও জানিয়েছে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান এলাকায় অভিযান চালিয়েছে মোট ৬০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা হবে। সাথে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, বামুটিয়া এলাকার বাসিন্দা কানাই দাস (৩৬) এবং কিষান কুমার সাহা (৩২)। আগামীদিনেও আসাম রাইফেলস তরফ থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাবে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।