মালিগাঁও, ২০ জানুয়ারি: সাধারণ একটি ট্রেন ভ্রমণকে এক অবিস্মরণীয় মুহূর্তে রূপান্তরিত করার মতো এক আকস্মিক ঘটনায় বিহারের জনৈকা এক মহিলা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ৪ নং. প্ল্যাটফর্মে একটি সন্তানের জন্ম দেন।
মহিলাটি আগরতলা থেকে রানি কমলাপতি এক্সপ্রেসে করে বারাউনী যাচ্ছিলেন, সেই সময় তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। এই খবর পেয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং মহিলাটিকে পরিবারের সদস্য সহ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে নামার পরামর্শ দেওয়া হয়। ট্রেনটি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর সাথে সাথে রেলওয়ে সুরক্ষা বাহিনীর মহিলা কর্মী সহ রেলওয়ে চিকিৎসকরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং স্টেশনেই সফলভাবে সন্তান প্রসবের জন্য মহিলাটিকে সাহায্য করেন।
সন্তান জন্ম দেওয়ার পর মহিলাটিকে তাঁর স্বামীর সাথে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
যে কোনও জরুরীকালীন পরিস্থিতিতে যাত্রীদের প্রতি প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত।
2025-01-20