আগরতলা,২০ জানুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি অটোতে তল্লাশি চালিয়ে ১২ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১২৭০ টাকা সহ দুইটি মোবাইল উদ্ধার করে সাব্রুম থানার পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা হবে। সাথে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে কাঁঠালছড়ায় ভিকি শীলের বাড়ির সামনে থেকে একটি অটো নিয়ে নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে আসবে। ওই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে অটো চালক অসীম মজুমদার ও ভিকি শীলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১২ গ্রাম ব্রাউন সুগার, নগদ ১২৭০ টাকা, দুইটি মোবাইল এবং ব্যাটারি চালিত অটো বাজেয়াপ্ত করা হয়। তাদের থানায় নিয়ে গিয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষাধিক টাকা হবে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর সাব্রুম আদালতে সোপর্দ করা হবে।