আর জি কর মামলায় একজন জড়িত ছিল তা জনগণ বিশ্বাস করে না : সুকান্ত মজুমদার

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): আর জি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। আর জি কর মামলায় শিয়ালদহ আদালতের রায়দান প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, “আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম (দোষীসাব্যস্ত সঞ্জয় রায়ের জন্য)। পশ্চিমবঙ্গের জনসাধারণ বিশ্বাস করে না যে আর জি কর ধর্ষণ-খুনের ঘটনায় শুধুমাত্র একজনই জড়িত।”

উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১)— এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়াও ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *