সিঙ্গাপুর, ২০ জানুয়ারি (হি.স.) : ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী প্রাক্তন শাটলার অনুপ শ্রীধরকে সোমবার সিঙ্গাপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (এসবিএ) একক কোচ হিসেবে নির্বাচিত করেছেন ৷ আর দক্ষিণ কোরিয়ার কিম জি-হিউন এসবিএর পুরুষ ও মহিলা দলের প্রধান কোচ হিসেবে বহাল থাকবেন।
অধ্যাপক ডেভিড ট্যান, এসবিএর ভাইস প্রেসিডেন্ট বলেন,”আমাদের শুরুর তারিখ নেই কারণ এটি ভিসার অনুমোদনের উপর নির্ভরশীল। তবে আমরা চাই তাড়াতাড়ি সম্ভব অনুপ আমাদের সঙ্গে যোগদান করুক”।
শ্রীধর ২০০৬ এবং ২০০৮ সালে ভারতীয় থমাস কাপ দলের অধিনায়ক ছিলেন। তিনি বেইজিং অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ২০০৫ থেকে ২০০৮ সালের মধ্যে শীর্ষস্থানীয় ভারতীয় পুরুষ একক খেলোয়াড় ছিলেন।