৫ দফা দাবিতে শিক্ষাভবন অভিযানে এসএফআই – টিএসইউ

আগরতলা, ২০ জানুয়ারি: স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, বিদ্যাজোতি প্রকল্প বাতিল সহ ৫ দফা দাবিতে আজ শিক্ষাভবন অভিযানে সামিল হয়েছেন এসএফআই – টিএসইউ সদর ও ডুকলি বিভাগীয় কমিটির নেতৃত্বরা। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বিভিন্ন সংগঠনের কার্যকতারা মিছিল করে শিক্ষাভবনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন।

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাছাড়া, শিক্ষাক্ষেত্রে উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাছাড়া, বিভিন্ন স্কুলে প্রায় ১০ হাজার শিক্ষক কমে গেছে। এমনকি, রাজ্যের কলেজগুলোতেও শিক্ষক নেই। বিজেপি সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সূচনীয় অবস্থা হয়ে রয়েছে। তাই পাঁচ দফা দাবিতে দুই ছাত্র যুব সংগঠন শিক্ষাভবন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন তিনি আরও বলেন, শিক্ষা ভবনের অধিকর্তাদের অগ্রিম এই অভিযানের বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ওই চিঠির কোনো সদুত্তর পাওয়া যায় নি। তাদের দাবিগুলো হল, সরকারী স্কুল বন্ধ করা যাবে না, স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, বিদ্যাজোতি প্রকল্প বাতিল, পড়াশোনার খরচ কমাতে হবে এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *