আগরতলা, ২০ জানুয়ারি : লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা প্রায়ই পরিষেবা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত সচিব মিঠুন দেবনাথ প্রায়ই পঞ্চায়েতে অনুপস্থিত থাকেন।
এলাকার জনৈক ব্যক্তি জানিয়েছেন, প্রায়ই বিভিন্ন কাজের জন্য এসে সচিবকে পাওয়া যাচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসের পর মাস এই পরিস্থিতি চলছে। এলাকার মানুষরা পঞ্চায়েত সচিবের এই অবহেলার জন্য ক্ষুব্ধ। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান।