উদয়পুর, ২০ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বিকল্প দল হিসেব উঠে এসেছে কংগ্রেস, রাজধানীতে বিধানসভা নির্বাচনে দলের জয় নিয়ে আশাপ্রকাশ করে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট। সোমবার সকালে উদয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচীন পাইলট বলেছেন, “আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে, কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারকেও দিল্লির জনগণ অনেক সুযোগ দিয়েছে। গত ১০-১২ বছর ধরে, দিল্লি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতার লড়াইয়ের কারণে অনেক ক্ষতি হয়েছে, জনগণ মাঝপথে আটকে রয়েছে।”
শচীন পাইলট আরও বলেছেন, “দিল্লিতে কংগ্রেস ভাল বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণকে নিশ্চয়তা দিয়েছি। যখন শীলা দীক্ষিতের নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তখন দিল্লির উন্নয়ন এমন একটি বিষয় ছিল, যা জনগণ এখনও খুব ভালোভাবে স্মরণ করেন।”