শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.): মাঝে দু’দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার পর, সোমবার আবারও শীতের প্রত্যাবর্তন হয়েছে জম্মু ও কাশ্মীরে। সোমবার সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরের সর্বত্রই। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস, অপেক্ষাকৃত তাপমাত্রা বেশি জম্মুতে, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবার গুলমার্গে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে, পহেলগামে মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। জম্মু ও কাশ্মীরের আকাশ আগামী কিছু দিন আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি আগামী কিছু দিনের মধ্যে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।