আগরতলা, ১৯ জানুয়ারি : আজ, প্রজাতন্ত্র দিবসের কারণে নির্ধারিত সময়ের আগে, তৃতীয় রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহের মধ্যে শোনা হয়েছে।
রামনগর বিধানসভা কেন্দ্রের ৯ নং বুথে মন্ত্রী সান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, আগরতলা নজরুল কলা ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অনেকেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন।
এদিকে, ত্রিপুরা ভবনে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
“মন কি বাত” অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের সাথে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। ত্রিপুরায়ও এই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।