১৬তম অর্থ কমিশনের আগমন ঘিরে রাজ্যে প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী:
রাজ্য সরকার ১৬তম অর্থ কমিশনের আগমনের প্রস্তুতি শুরু করেছে। আগামী ২৯ জানুয়ারী তারা আগরতলায় আসবেন।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার জানিয়েছেন, কমিশন তিনদিনের সফরে ত্রিপুরায় আসবেন। ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কমিশন রাজ্যে থাকবেন। পয়লা ফেব্রুয়ারি তারা চলে যাবেন। অর্থ কমিশনের আগমনকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


তিনি আরো জানান, ১৬ তম অর্থ কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন চেয়ারম্যান ডঃ অরবিন্দ পানাগড়িয়া। দলটিতে থাকবেন সদস্য অজয় ​​নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ, মনোজ পান্ডা, সৌম্য কান্তি ঘোষ এবং সচিব ঋত্বিক পান্ডে। তাদের এই সফরের লক্ষ্য হল রাজ্য সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ত্রিপুরার আর্থিক চাহিদা এবং উন্নয়নমূলক কৌশল নিয়ে আলোচনা করা।

তিনি আরও জানান যে, ৩০ জানুয়ারী ত্রিপুরার অর্থ বিভাগের সাথে দলটি বৈঠক করবে। বৈঠকের পর তাদের ত্রিপুরাসুন্দরী মন্দির, নারকেল কুঞ্জ এবং ছবিমুড়ার মতো পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, কমিশন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সাথে বৈঠক করবে এবং আগরতলা পুর পরিষদ এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রতিনিধিদের সাথে আলোচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *