নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানের ১১৮-তম পর্বে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই, যারা সময়ে সময়ে আমাদের ভোটিং প্রক্রিয়াকে আধুনিক করেছে এবং শক্তিশালী করেছে। নির্বাচন কমিশন প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে জনগণের ক্ষমতাকে শক্তিশালী করেছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। আমি দেশবাসীকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং এই প্রক্রিয়াটিকে শক্তিশালী করার আহ্বান জানাই।”