নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি:
প্রতি বছরের মতো এই বছরও আগরতলা দুর্গাবাড়িতে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয়। এই বিষয়ে পুরোহিত জানান, প্রতিবছর গ্রহ পূজার আয়োজন করা হয় দুর্গা বাড়িতে। এই পূজার মাধ্যমে রাজ্যবাসীর মঙ্গল কামনা করা হয়। যারাই আর্থিক প্রতিকূলতার কারনে বাড়িতে গ্রহ পুজো করতে পারেন না, তারা প্রতিবছর কম খরচে দুর্গা বাড়িতে এই গ্রহপূজায় অংশ গ্রহন করেন।
এদিন উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা সদানন্দ মহারাজ, জ্যোতিষ প্রণব শেখর চৌধুরী, জ্যোতিষ স্যমল আচার্য, জ্যোতিষ বিপ্লব আচার্যী, জ্যোতিষ যাবৎ প্রসাদ ঘোষ সহ অন্যান্যরা।