নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। জোড়া ফলায় বিপর্যস্ত জাতীয় রাজধানীর জনজীবন। রবিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি। ফলে দিল্লির অনেক জায়গায় দৃশ্যমানতা তলানিতে ঠেকে। ঘন কুয়াশার জেরে এদিন বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা।
দিল্লিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। এদিন অনেক ট্রেন দেরিতে চলছে বলে জানা গেছে। রেল সূত্রে খবর, প্রায় ৪১টি ট্রেন দেরিতে চলছে।