শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): মাইলফলক অর্জন করলো ভারতীয় রেল। জম্মু ও কাশ্মীরের কাটরা-বুদগাম রেললাইনে ১৮-কোচের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে রবিবার। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্কের কাটরা-বুদগাম রেললাইনে রবিবার ট্রায়াল রান সম্পন্ন হয়েছে, ট্রায়াল রান শুরু হয় রবিবার সকাল আটটা নাগাদ।
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক ৪১,০০০ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। ট্র্যাকটি ৩২৬ কিলোমিটার জুড়ে রয়েছে, যার মধ্যে ১১১ কিলোমিটার অংশটি টানেলের মধ্যে রয়েছে এবং টি-৪৯ টানেলটি ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ, যা দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল।