পরিশ্রুত পানীয় জল, রাস্তা ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন দশটি পরিবার

আগরতলা, ১৭ জানুয়ারি: পরিশ্রুত পানীয় জল, রাস্তা ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন পূর্ব জলাবাসার দশটি পরিবার।

ঘটনার জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন পূর্ব জলাবাসা পাঁচ নং ওয়ার্ডের শিমুলটিলা এলাকার দশটি পরিবার দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জল সহ রান্না, কাপড় কাঁচা ও স্নানের জলের জন্য চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন। সাথে রয়েছে যাতায়াতের মাটির রাস্তা ও বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যাও। এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সহ পঞ্চায়েতের জন প্রতিনিধিদের একাধিকবার জানালেও কোন সুরাহা হয়নি। এদিকে দশটি পরিবার পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জলের জন্য তীব্র সমস্যায় ভুগছেন।

গ্রামের অভিনাশ দাস নামের এক বৃদ্ধ জানান, রাজ্যে উন্নয়ন্মুখী সরকার আসলেও তাদের গ্রামের অবনতি ছাড়া কোন উন্নতি ঘটেনি।তাদের গ্রামে জল জীবন মিশনের একটি পাম্প হাউস বসানো হলেও আজ পর্যন্ত সেটাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে চালু করা হয়নি।তাছাড়া বর্তমান মৌসুমে তাদের উঁচু উঁচু টিলায় বসবাসরত দশটি বাড়িতে জলের তীব্র সংকর দেখা দিয়েছে। মাটির কুয়ো ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে।

তিনি জানান, তাদের গ্রামের যাতায়াতের একমাত্র ইট সোলিং রাস্তাটি ভেঙে চৌচির হয়ে পড়েছে। আর সেই রাস্তার উপর মাটি ফেলে মেরামত করেছে সংশ্লিষ্ট দপ্তর। তাতে করে যাতায়াতের চরম সমস্যা সহ গর্ভবতী মহিলারা হাসপাতালে পৌঁছার আগে মাঝ রাস্তায় সন্তান প্রসব করছেন।

অপরদিকে লিপি মালাকার নামের এক গৃহবধূ জানান, বর্তমানে পরিশ্রুত পানীয় জল সহ দৈনন্দিন ব্যবহারের জলের চাহিদা মেটাতে ন্যূনতম দুই কিলোমিটার দূরে গিয়ে তা পূরন করতে হচ্ছে। জল জীবন মিশনের পাম্প হাউসটি উদ্বোধনের দিকে তাকিয়ে দশটি পরিবার।তাদের সকল আশা ভরসা এই পাম্প হাউসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *