নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : শুক্রবার রাষ্ট্রপতির কাছ থেকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরষ্কার পেতে চলেছেন গুকেশ, তিনি বলেন যে এটি একটি “সত্যিই বিশেষ” দিন।
১৮ বছর বয়সী, যিনি সম্প্রতি সিঙ্গাপুরে চিনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বৃহস্পতিবার অল ইন্ডিয়া চেস ফেডারেশন (এআইসিএফ) দ্বারা আয়োজিত একটি সম্বর্ধনা অনুষ্ঠানে বলেন, আমি দাবাকে অলিম্পিকের অংশ হতে দেখতে চাই, বিশেষ করে যদি তা ভারতে হয়। আমি মনে করি দাবার অনেক জনপ্রিয়তা এবং অনেক সমর্থন পাচ্ছে। আমি এর জন্য সত্যিই খুশি এবং অলিম্পিক এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। সত্যিই এটির জন্য অপেক্ষা করছি।
গুকেশ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই স্বপ্ন যেন সত্যি হয়, সেদিকেই আমরা তাকিয়ে আছি।