চ্যাম্পিয়নস ট্রফির এক মাস আগে টাইগারদের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ পোথাস

ঢাকা, ১৭ জানুয়ারি (হি.স.) : চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র এক মাস। টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির দলও ঘোষণা করে দিয়েছে বিসিবি। আর ঠিক এই সময়েই বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস দলের দায়িত্ব ছেড়ে দিলেন। তাঁর মেয়াদ ছিল ২০২৬ এর মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি ছাড়লেন এই প্রোটিয়া কোচ।

দায়িত্ব ছাড়ার পেছনে পোথাস বিসিবিকে পারিবারিক সমস্যার কথা বলেন। অবশ্য কিছুদিন আগে পোথাস আবেগঘন এক স্ট্যাটাসে বাংলাদেশ অধ্যায় শেষ করার কথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘বিসিবিতে থাকা কালে কিছু দারুণ মানুষের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। অসামান্য স্মৃতি তৈরি করেছি, সেই সঙ্গে আমরা দারুণ কিছু ইতিহাসও রচনা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *