নয়াদিল্লি, ১৫ জানুয়াই (হি.স.): কনকনে শীতের মধ্যেই অতি ঘন কুয়াশায় বুধবারও বিপর্যস্ত হল দিল্লির স্বাভাবিক জনজীবন। বিঘ্নিত হয়েছে রেল ও উড়ান পরিষেবা। বুধবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি-এনসিআর। দৃশ্যমানতা এতটাই নীচে নেমে যায়, যে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকা ছিল কুয়াশার চাদরে মোড়া। দিল্লির যমুনা সেতু, লক্ষ্মী নগর সর্বত্রই ছিল কুয়াশা।
ভারতীয় রেল জানিয়েছে, দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে বুধবার সকালে দেরিতে চলেছে মোট ২৬টি ট্রেন। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে বৈশালী এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস, লখনউ মেল, তেলেঙ্গানা এক্সপ্রেস প্রভৃতি। ট্রেনের পাশাপাশি প্রভাবিত হয়েছে বিমান পরিষেবাও। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বেশ কিছু বিমান বিলম্বিত হয়েছে।