আখনুর, ১৪ জানুয়ারি (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নবম ‘আর্মড ফোর্সেস ভেটেরেনস ডে’ উদযাপন অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “পিওকে পাকিস্তানের জন্য একটি বিদেশি অঞ্চল ছাড়া আর কিছুই নয়। সন্ত্রাসবাদের কারবার চালানোর জন্য পিওকে-র জমি ব্যবহার করা হচ্ছে। পিওকে-তে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির চালানো হচ্ছে।”প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ১৯৬৫ সালে আখনুরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানি সেনাবাহিনীর প্রচেষ্টাকে ব্যর্থ করতে সফল হয়েছিল। যুদ্ধে ভারত বরাবরই পাকিস্তানকে পরাজিত করেছে। পাকিস্তান ১৯৬৫ সাল থেকে অবৈধ অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের প্রচার করে আসছে। আমাদের মুসলিম ভাইয়েরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। এখনও ভারতে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের ৮০ শতাংশের বেশি পাকিস্তান থেকে। আন্তঃসীমান্ত সন্ত্রাস ১৯৬৫ সালেই শেষ হয়ে যেত, কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার যুদ্ধে অর্জিত কৌশলগত সুবিধাকে রূপান্তর করতে পারেনি কৌশলগত সুবিধাতে।”
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন জম্মু ও কাশ্মীরের আখনুরে ‘আর্মড ফোর্সেস ভেটেরেনস ডে’ উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। যে সমস্ত বীর সেনানী দেশের জন্য লড়াই করেছেন এবং আত্মবলিদান দিয়েছেন তাঁদের সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। উল্লেখ করা যেতে পারে, ভারতের সেনাবাহিনীর প্রথম কম্যান্ডার ইন চিফ ফল্ড মার্শেল কে এম কারিয়াপ্পা ১৯৫৩ সালে এই দিনটিতে অবসর গ্রহণ করেন। তাঁকে স্মরণ করেই এই দিনটি উদযাপন করা হয়।