নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): “পরিসংখ্যান শুধু দক্ষ শাসনের মেরুদণ্ডই নয়, আর্থ-সামাজিক উন্নয়নের হাতিয়ারও বটে।” মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় পরিসংখ্যান পরিষেবা (আইএসএস) প্রবেশনারিদের একটি দলের সদস্যদের এ কথা বলেন।
এক্সবার্তায় তাঁদের সঙ্গে রাষ্ট্রপতির তোলা ছবি যুক্ত করে তাঁর দফতর লিখেছে, রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সাথে ওঁরা সাক্ষাত করেন। রাষ্ট্রপতি তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র এবং সুবিধা–বঞ্চিতদের চাহিদার প্রতি সংবেদনশীল হওয়ার জন্য আইএসএস অফিসারদের আহ্বান জানান।