আইএমডি ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): আইএমডি শুধুমাত্র কোটি কোটি ভারতীয়দের সেবাই করেনি, বরং ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে। আইএমডি-র ভূয়সী প্রশংসা করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী মোদী আইএমডি-র প্রদর্শনী ঘুরে দেখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্ট সাওলোও, আইএমডি-র ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র প্রমুখ। ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী স্মারক মুদ্রা এবং ভিশন ডকুমেন্ট ‘ভিশন ২০৪৭’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আমরা ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০ বছর উদযাপন করছি। এটি শুধু ভারতীয় আবহাওয়া দফতরের যাত্রা নয়, এটি আমাদের ভারতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যাত্রাও। বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে গবেষণা এবং উদ্ভাবন নতুন ভারতের মেজাজের অংশ। তাই, গত ১০ বছরে আইএমডি-র পরিকাঠামো এবং প্রযুক্তিও অভূতপূর্বভাবে প্রসারিত হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতকে জলবায়ু-স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে আমরা ‘মিশন মৌসুম’ও চালু করেছি। মিশন মৌসম একটি সুস্থায়ী ভবিষ্যত এবং ভবিষ্যতের প্রস্তুতির প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতীক।” প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের অ্যারোনটিক্যাল অগ্রগতির কারণে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা তৈরি হয়েছে। এর সুফল পাচ্ছে গোটা বিশ্ব। এখন আমাদের ফ্ল্যাশ ফ্লাড বন্যা গাইডেন্স সিস্টেম নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকেও তথ্য দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *