ভারত যে কোনও আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত : জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জানুয়াই (হি.স.): ভারত যে কোনও আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ১৫০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জিতেন্দ্র সিং বলেছেন, “গত ১০ বছরে, আবহাওয়ার পূর্বাভাসের যথার্থতা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের ইনস্টলেশনগুলি শুধুমাত্র আইএমডি কেন্দ্রগুলিতে সীমাবদ্ধ নয়, এখন আমাদের স্থাপনাগুলি মহাকাশ, স্থল এবং সমুদ্রে রয়েছে।”

জিতেন্দ্র সিং আরও বলেছেন, “মিশন মৌসমের লক্ষ্য হল বিশ্ব-মানের সুযোগ-সুবিধা প্রদান করা, আবহাওয়ার জন্য প্রস্তুত এমন ভারত তৈরি করা। এর মানে প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত, ভারত যে কোনও আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।” জিতেন্দ্র সিং বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রটি হল আর ‘আগামীকাল আবহাওয়া কী হবে’ নয় বরং ‘আগামীকাল আবহাওয়া কী করবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *