আগরতলা, ১৪ জানুয়ারি: স্কুটি ও তিন চাকার মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে মহিলা সহ চারজন ব্যক্তি। ওই ঘটনায় মেলাঘর- সোনামুড়া ইন্দিরা নগর পচামার ঘাট রাস্তার মাথায় মূল সড়কে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে,আজ দুপুরে মেলাঘর- সোনামুড়া ইন্দিরা নগর পচামার ঘাট রাস্তার মাথায় মূল সড়কে স্কুটি ও তিন চাকার মালবাহী গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে মহিলা সহ চারজন ব্যক্তি। এর মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। স্থানীয়রা দমকলকর্মীদের খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে গিয়েছে।